Wellcome to National Portal
Main Comtent Skiped

“মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মেনে চলি, মৎস্য সম্পদ রক্ষা করি। উন্মুক্ত জলাশয়ে স্থায়ীভাবে বাঁধ নির্মান/ফিক্সড ইঞ্জিন ব্যবহার/চায়না জাল/কারেন্ট জাল ব্যবহার করে/জলাশয় সেচ দিয়ে মাছ ধরা নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ”। " আমিষেই শক্তি, আমিষেই মুক্তি"



..

বার্তা

বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে মৎস্য সেক্টরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সরকারও এ খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করছে।

বারহাট্টা উপজেলা নেত্রকোণা জেলার হাওর বেষ্টিত অন্যতম একটি উপজেলা। এটি দেশীয় প্রজাতির মৎস্য সম্পদে পরিপূর্ণ একটি উপজেলা। এখানে ১ টি হাওর, ৫টি নদী,  ৩৩টি বিল, ২৭টি খাল এবং ছোট বড় মিলে ৫৩ টি জলমহাল রয়েছে। এই উপজেলায় বার্ষিক ৫১৫০মে.ট. চাহিদার বিপরীতে ৬১৯৯ মে.ট. মাছ উৎপাদিত হয়। বারহাট্টা উপজেলার জলমহাল গুলোর সঠিক ব্যবহার এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ বৃদ্ধি তে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা ব্যক্ত করি।

সমন্বিত উদ্দোগের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, স্বনির্ভর, আত্মনির্ভরশীল  উপজেলা গড়ে তোলাই আমদের লক্ষ্য। 



সিনিয়র উপজেলা মৎস্য অফিসার

     বারহাট্টা, নেত্রকোনা।